কোল সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবু ডাইং এলাকায় বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্বা কোল সম্প্রদায়ের মানুষের মাঝে রবিবার শাড়ি বিতরণ করেছেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। বাবু ডাইং-এর বিলবৈঠ্যা গ্রামে দীর্ঘদিন ধরে বসবাসকারী কোল সম্প্রদায়ের পরিবারগুলোর মাঝে এই প্রথম কোন সংসদ সদস্য উপহার সামগ্রী বিতরণ করলেন।
দুপুরে সংসদ সদস্য বিলবৈঠ্যা গ্রামে এলে কোল সম্প্রদানের মানুষরা তাদের নিজস্ব সংস্কৃতির অংশ গান ও নাচের সঙ্গে তাকে বরণ করে নেন। এসময় তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড আবু হাসিব, সাবেক ছাত্রনেতা মেসবাহুল সাকের জ্যোতি।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, ‘ আমরা এক সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে আপনাদের সঙ্গে এসেছি। আপনারা আমাদেরই অংশ। আপনারা আপনাদের ধর্ম, সংস্কৃতি পালন করবেন। আমরা আমাদেরটা করবো। এতে কেউ কারো বাধা হবেনা’।
অনুষ্ঠানে কোল সম্প্রদায়ের নেতারা এই প্রথম কোন এমপি আমাদের দেখতে এলেন উল্লেখ করে তাদের কিছু সমস্যার কথা তুলে ধরেন।
পরে কোল সম্প্রদায়ের ১ শ নারীর মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৬-১৯