শেষ মূর্হুতে জেলাজুড়ে ঈদ কেনাকাটায় জমজমাট বিপনি বিতানগুলো


চাঁপাইনবাবগঞ্জের প্রধান প্রধান ঈদ মার্কেটগুলো শেষ মূর্হুতে জমে উঠেছে। গরমের কারণে দিনের বেলায় ক্রেতাদের উপস্থিতি কম হলেও সন্ধ্যা নামলেই জমজমাট রূপ নিচ্ছে মার্কেটগুলো। বেচা কেনাও বেশ ভালই হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট, শহীদ সাটু হল মার্কেট, সেন্টু মার্কেটসহ পুরাতন বাজারের বিপনী বিতানগুলোয় ঈদের কেনাকাটা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন নানান শ্রেণী পেশার মানুষ। সন্ধ্যা নামলেই মার্কেটগুলোয় ক্রেতা সাধারণের সমাগম ঘটছে উপচে পড়ার মত। তৈরী পোশাক আর জুতা সেন্ডেলের দোকানে ভিড় বেশি দেখা যাচ্ছে। এবার দাম সন্তোষ জনক হওয়ায় মেয়েরা বাহারী নামের তৈরী পোশাক আর ছেলেরা পাঞ্জাবি বেশি কিনছেন।
এদিকে, প্রধান প্রধান মার্কেটের বাইরে ফুটপাতের দোকানেও বিক্রি বেশ ভালই। নি¤œ আয়ের মানুষরা তাদের প্রিয়জনদের জন্য ফুটপাতের দোকানগুলো থেকে পোশাক কিনছেন। এসব দোকানের পোশাকের মূল শ্রমিক, দিনমজুরদের নাগালের মধ্যেই রয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। অনেক ক্রেতাও দামের ক্ষেত্রে একই কথা বলেছেন।
মার্কেটগুলোয় ক্রেতাদের কেনাকাটা সুন্দর ও নির্বিঘœ করতে প্রশাসনের বাজার তদারকির পাশাপাশি মোতায়েন রয়েছে উল্লেখ্যযোগ্য পরিমাণ পুলিশ সদস্য। এদিকে ক্রেতাদের টানতে কয়েকটি মার্কেট পণ্যের সঙ্গে আকর্ষণীয় পুরস্কার সম্বলিত লাকি কুপন সরবরাহ করছে। বিক্রেতারা বলছেন, গরমের কারণে সুতি কাপড়ের তৈরী পোশাক কেনার প্রবণতায় বেশি দেখা যাচ্ছে। সুতি কাপড়ের পোশাক বেশি আনা হয়েছে। যেহেতু এবার সুতির চাহিদাই বেশি। এখন পর্যন্ত বেচাকেনা সন্তোষজনক। ক্রেতারা আসছেন, কিনছেন মোটামুটি ভালই আছে।
তৈরী পোশাক, শাড়ি কাপড় আর জুতা সেন্ডেলের পাশাপাশি কসমেটিকের দোকানেও ভিড় চোখে পড়ার মতো। শিশু কিশোরীরা ঈদ আনন্দে নিজেদের রঙ্গিন করতে নানান প্রসাধনী সামগ্রী কিনছেন। 

পরিবারের সদস্যদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ঈদের কেনাকাটায় মার্কেটগুলোর এমন জমজমাট রূপ আগামী দু’দিন আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৬-১৯