শিংনগর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত
স্থানীয়রা জানান, ভোর সাড়ে তিনটার দিকে মানারুলসহ আরও ১০/১৫ জন শিংনগর সীমান্তের হারুনের বাগান দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের সোনাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়লে বুকে গুলি লেগে মারা যান মানারুল ইসলাম। পরে তার সহযোগিরা মানারুলের মরদেহ বাংলাদেশে নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বিএসএফ’র গুলিতে মানারুলের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সীমান্তে একজনের মরদেহ পাওয়া গেছে। তবে সে কিভাবে মারা গেছে তা খোজ নেয়া হচ্ছে।
শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের বুকে গুলির আঘাত রয়েছে বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৬-১৯