স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার ব্যবস্থাপনায় ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন,  জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস এর পরিচালক ডা. মোহাম্মদ শরিফ, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেশুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মাতিন,  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার প্রোগ্রাম ম্যানেজার ডা. এ বি এম সামছুদ্দিন আহমেদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোর পরিচালনা কমিটিগুলোকে সক্রিয় করার উপর সর্বাধিক গুরুত্বারোপক করেন আলোচকগণ।
কর্মশালায় জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী, কিশোর-কিশোরী ও সাংবাদিকসহ ২৫০ জন অংশগ্রহণ করেন।

চঁাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৬-১৯