নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে জাসদের মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে  জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। মঙ্গলবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন থেকে নারীর উপর ঘটে যাওয়া নানা ঘৃন অপরাধের দ্রুত বিচারের দাবি জানানো হয়। অপরাধীরা যেন আইনের ফাক গলে বেরিয়ে না যেতে পারে সেই লক্ষে সবাই নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়া ও তাদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মজিদ, ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি তসিকুল রেজা খান প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৫-১৯