ঘোড়াস্ট্যান্ড থেকে এক হাজার পিস ইয়াবাসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব ১ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তির নাম শফিকুল ইসলাম নিলু (৫৮)। নিলু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগরের বজলুর রহমানের ছেলে।
র‌্যাব জানায়, ঘোড়াস্ট্যান্ডের মোস্তফা মিষ্টান্ন ভান্ডারের সামনে মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এসময় নিলুকে ১ হাজার ৩৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আটক নিলু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত উল্লেখ করে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরআগে নিলু ঢাকায় ৪ শ বোতল ফেন্সিডিলসহ আটক হয়েছিল। তার বিরুদ্ধে ঢাকার খিলক্ষেত থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
ইয়বাসহ আটকের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৫-১৯