জেলায় শ্রমিক দিবস পালিত

মেহনতি শ্রমিকদের অধিকার আদায়ের দিন মহান শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসুচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারের পাদদেশে এক আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার  মাহবুব আলম খান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি এ্যাড. এফ কে এম লুৎফর রহমান,  ট্রাক মালিক গ্রুপের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ, জেলা  ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি  সাইদুর রহমান, জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক  সুলতান আলম।
র‌্যালিতে, মটর শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, ইমরাত নির্মাণ শ্রমিক ইউ্িনয়ন, জেলা পেইন্টার সমিতি, স্বর্ণ শিল্প শ্রমিক, জেলা হোটেল শ্রমিক কল্যাণ সমিতিসহ অন্যান্য শ্রমিক সংগঠন অংশগ্রহণ করে।

এদিকে ইমরাত নির্মাণ শ্রমিক ইউ্িনয়ন বাংলাদেশ (ইনসাব) এর উদ্যোগে সকালে শান্তি মোড় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে ইমরাত নির্মাণ শ্রমিক ইউ্িনয়নের উদ্যোগে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শঙ্কর কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এরফান আলী, ইনসাবের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী লুনা ট্রেডার্সের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, অলিম্পিক সিমেন্টের আঞ্চলিক ব্যাবস্থাপক মিরাজ পারভেজ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ সভাপতি মজিবুর রহমান ভিক্ষু, এমরান আলী, মতিউর রহমান মতিন প্রমুখ। আলোচনা সভা শেষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কল্যান তহবিল থেকে নির্বাচিত সদস্যদের চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, কণ্যার বিয়ের জন্য অর্থ সহায়তার চেক তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

গোমস্তাপুর
মহান মে দিবস উপলক্ষে গোমস্তাপুর উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়। রহনপুর পুরাতন বাজার তুলা পট্টী  থেকে একটি র‍্যালি রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তুলা পট্টী বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আব্দুল হালিম। প্রধান অতিথি ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, প্রবীণ বিএনপি নেতা আনিস আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নেসা বাবলি,উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, রহনপুর মোহন্ত স্টেটের মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী, রহনপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি একরামুল হক, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন আকবর মুক্তি, নজরুল ইসলাম, রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ মফিজ উদ্দিন প্রমুখ। সভা শেষে শ্রমিকদের কল্যাণে ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।


ভোলাহাট
মহান মে দিবস উপলক্ষে ভোলাহাট উপজেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু।  বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সহভাপতি নুর কুতুব আলম মান্নান, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, াওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ ফিটু মিয়া, ইয়াসিন আলি শাহ্ ভোলাহাট উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, সভায় সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম।

সোনামসজিদ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার (১ মে) সকালে বন্দর এলাকায় শ্রমিক লীগের আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে শ্রমিক লীগের কার্যালয় হতে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে শ্রমিক লীগের কার্যালয়ে গিয়ে সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন,স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি সাদেকুর রহমান মাষ্টার, সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো.হারুন-অর রশিদ, শ্রমিক লীগের সাধারন সম্পাদক মুখলেসুর রহমানসহ বন্দর সংশ্লিস্টরা।
এদিকে মহান মে দিবস উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৫-১৯