বারঘোরিয়া পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ১৯ মামলার আসামী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-পুলপাড়ায় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর হত্যাসহ ১৯ মামলারআসামী মোহাম্মদ বাঘা (৩৫) নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। নিহত বাঘা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালির মৃত শাহাবুদ্দীনের ছেলে। 
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে বাঘাকে তার চুনাখালি গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নিয়ে তার সহযোগিদের ধরতে বারোঘরিয়া-পুলপাড়ায় গেলে সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় বাঘা পালিয়ে যাবার চেষ্টা করলে গুরুতর আহত হয় বাঘা। পরে তাকে উদ্ধার করে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
গোলাগুলি স্থান থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও চারটি হাসুয়া উদ্ধার করা হয় এবং এঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ জানায়, বাঘার বিরুদ্ধে দুটি হত্যাসহ ১৯ টি মামলা আছে। সে চাঁপাইনবাবগঞ্জের আলোচিত আরজু হত্যা মামলার অন্যতম আসামী এবং চাঁপাইনবাবগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-১৯