মনকষায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা শাহদাত হোসেন খুররম।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য বলেন, ‘ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা বিস্তারের লক্ষে নিরলসভাবে কাজ করে চলেছেন। দেশের সম্ভাবনাময় শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে দেশজুড়ে প্রযুক্তিগত শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাইজেশন করা হচ্ছে। যাতে প্রযুক্তিগত শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা জাতির কল্যাণে কাজ করতে পারেন।
তিনি, শিক্ষার্থীদের লেখা পড়ায় মনোনিবেশ করে শিক্ষিত নাগরিক হয়ে গড়ে উঠে মহান মুক্তিযুদ্ধের চেতায় দেশ গঠনে ভুমিকা রাখার আহবান জানান।
পরে বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৪-১৯

,