জেলায় মুজিবনগর দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসুচির মধ্যদিয়ে মুজিবনগর দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পৌর আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বণিক সমিতির সভাপতি এরফান আলী, সাবেক ছাত্রনতো জিয়াউর রহমান আরমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান তোতা, ফাইজার রহমান কনক, জেলা পরিষদের সদদ্য আব্দুল হাকিম।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। পরে শহীদ সাটু হল মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। র‌্যালিতে জেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এছাড়া, দিবসটি উপলক্ষে জেলা পরিষদ বর্ণাঢ্য র‌্যালি বের করে।
গোমস্তাপুর


আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান,
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে গোমস্থাপুর উপজেলা আওয়ামীলীগ ও রহনপুর পৌর আওয়ামীলিগ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রহনপুর ডাক বাংলায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিঃ কর্র্ণেলউস মুর্মমু সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এম পি গোলাম মোস্থফা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক মামুনুর রশিদ, রহনপুর পৌর আওয়ামীল সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সাম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, আওয়ামীলিগ নেতা আবু রেজা মোস্থফা কামাল শামিম, আফসার আলী খান,মামুনর রশিদ,  উপজেলা যুব লীগ সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সাম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, শ্রমিক লীগ নেতা ময়েন উদ্দদীন, ইউনুস আলী, মশিউর রহমান, মমিন বিশ্বাস, মহিলা আওয়ামীলিগ নৃেএী মিলিয়ারা বেগম, এজাতুন নেসা,আইরিন বেগম, প্রমুখ।
এর আগে সকালে আওয়ামীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উওোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান করা হয়।

এদিকে সকালে গোমস্তাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, গোমস্তাপুর অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুননেসা বাবলি, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন, একটি বাড়ি একটি খামার উপজেলা সমন্বয়কারী ইফতে খায়রুল প্রমূখ।



সন্ধ্যায় রহনপুর বেগম কাচারী প্রাঙ্গণে গোমস্তাপুর উপজেলা নৌকা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হুমায়ূন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ ইয়াসিন আলী, সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন ফন্টু মিয়া,  জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা রবিউল আওয়াল, সাদিরুল ইসলাম, জামাল উদ্দিন মন্ডল, আবুল কালাম আজাদ মিঠু, মাইনুল বিশ্বাস, জাহিদ হাসান মুক্তা, মুসলেমউদ্দীন বাবু বিশ্বাস, জালাল উদ্দিন আকবর মুক্তি, কৃষক লীগ নেতা মোজাহার আলী, যুবলীগ নেতা মনসুর আলী। সভা পরিচালনা করেন রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান এবং সভাপতিত্ব করেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. আশরাফুল ইসলাম।

ভোলাহাট 


আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান,
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথকভাবে পালন করে। দিবস উদ্যাপনে উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা এবং উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ এবং দোয়া-খায়ের অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউএনও অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি অফিসার শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সমবায় অফিসার আবুল কাশেম, পিআইও সহকারী প্রকৌশরী মনিমুল ইসলাম।

অন্যদিকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হকের সভাপতিত্বে পতাকা উত্তোলণ ও বিদেহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সিনিয়র সহসভাপতি গরিবুল্লাহ্ দবির মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, সাবেক কৃষকলীগ সভাপতি আতাউর রহমান রজব, ছাত্রলীগ সভাপতি মাহলত আশরাফুল ইসলাম, কৃষকলীগ সভাপতি এ.এইচ মোস্তফা(বিদ্যুৎ), জাতীয় স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সামিউল্লাহ্, ইউপি সভাপতি মোহাম্মাদ আলী ডোনা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৪-১৯



, ,