ওয়াহেদপুর সীমান্ত এলাকা থেকে ৩১ হাজার ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত থেকে  বুধবার রাতে ৩১ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে অভিযানে কাউকে আটক করতে পারনি বিজিবি।
দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার এক প্রেস নোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর বিওপির একটি টহল  দল সুবেদার নওশের আলী এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৬/৫ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ কালুপুর মাঠ এলাকায়  অভিযান চালায় বিজিবি। অভিযানকালে ভারত থেকে এক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে শূন্য লাইন হতে কিছু খুঁজতে খুঁজতে থাকে। পরে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। এ সময় এলাকাটি তল্লাশি করে ৩১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত ইয়াবা’র আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা ।
উল্লেখ্য, গত ১২ মার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশরশিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বিজিবির দাবি, এটিই চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় ইয়াবা চালান আটকের ঘটনা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৩-১৯

,