শিবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চক ভবানীপুর এলাকা থেকে র‌্যাব অস্ত্র ও গুলিসহ কামরুজ্জামান টিটো (৪০) নামের একজনকে আটক করেছে। আটক টিটো ভবানীপুর গ্রামের এনতাজ আলীর ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শনিবার ভোররাতে চক ভবানীপুর গ্রামে অভিযান চালায়। এসময় টিটোকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ডগুলিসহ হাতেনাতে আটক করা হয়।

র‌্যাবের দাবি, টিটো চাঁপাইনবাবগঞ্জের অস্ত্র ব্যবসায়ী।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০২-১৯

,