মীর্জাপুর সীমান্ত থেকে ৬ অস্ত্র ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মীর্জাপুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মির্জাপুরের একটি আম বাগানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এস এম সালাহ উদ্দীন জানান, ভারত সীমান্ত পেরিয়ে অস্ত্রের চালান নিয়ে আসছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ দল মির্জাপুরের একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে চারটি ওয়ান স্যুটারগান, দুটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 
এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০২-১৯

,