সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে রেকর্ড সংখ্যক আবেদন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে এবার আওয়ামী লীগের ব্যাপক সংখ্যক নেতা দলীয় ফোরামে আবেদন করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় সিনিয়র নেতাদের পাশাপাশি অনেক তরুন নেতাও আবেদন করেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে ইতোমধ্যে উপজেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভা করে ১৮ জানুয়ারির মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করে। উপজেলা আওয়ামী লীগের এই সিদ্ধান্তের ফলে প্রার্থী হতে আগ্রহী নেতারা বেশ তৎপর হয়ে উঠেন। শুরু করেন নেতাকর্মীদের সঙ্গে ‘শুভেচ্ছা’ বিনিময়সহ সিনিয়র নেতাদের ‘আশিবার্দ’ নেয়া। ওই সূত্র জানায়,  আবেদন গ্রহণের শেষদিন (শুক্রবার) রাত ৮টা পর্যন্ত ১ জন চেয়ারম্যান ও পুরুষ ও মহিলা মিলিয়ে ২ জন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগের চেয়ে অনেক বেশি আবেদন জমা হয়।
মনোনয়ন কমিটির যুগ্ম আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম শরিফ জানান, চেয়ারম্যান পদে প্রার্থী হতে ৭ জন আবেদন করেছেন। এর হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা, বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম ও যুবলীগ নেতা মাসুদ রানা।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আবেদন করেছেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, শাহেনা শাহ আকবর, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মনিরুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল মতিন, তসিকুল আলম বকুল, শাহনেওয়াজ দুলাল, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহ জালাল শাহীন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মসফিকুল রহমান টিটো, সাবেক ছাত্রনেতা মনির হোসেন বকুল, মুন্সি নজরুল ইসলাম সুজন, আনিকুল ইসলাম অনিক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহম্মেদ, আওয়ামী লীগ নেতা তাজিবুর রহমান, সৈয়দ লিয়াকত আলী লিটন, আব্দুল গনি।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আবেদন কছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শরিফা খাতুন বেবী, যুব মহিলা লীগ নেত্রী তাসনিমা আনোয়ার কলি, মহিলা আওয়ামী লীগের নেত্রী মাতুয়ারা খাতুন ও নাসরিন পারভিন।
আওয়ামী লীগ নেতা শরিফুল আলম শরিফ বলেন, ‘ এবার তরুন মুখের উপস্থিতি বেশি। শীগ্রই দলীয় মনোনয় জাচাই বাঝাই কমিটি বৈঠকে বসে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ তিনটি জামায়াতের দখলে যায়। আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে নির্বাচিত হন মোখলেশুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন মাওলানা সোহরাব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন ইয়াসমিন আরা। এরমধ্যে মাওনালা সোহরাব আলী জামায়াত ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/১৯-০১-১৯