পোল্লাডাঙ্গায় রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসুচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোল্লাডাঙ্গা গ্রামে শনিবার রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
সকালে পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘের উদ্যোগে সংঘ চত্বরে আয়োজিত কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌদ মো. খাইরুল আতাতুর্ক। সংঘের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ বিএমএ-এর সভাপতি ডা. দুররুল হুদা, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী।
অনুষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়ের ইতিবাচক দিক তুলে ধরে বক্তরা মরণব্যাধি থ্যালসেমিয়া রোধে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।
বেসরকারি সংস্থা স্পর্শ’র সহযোগিতায় দিনব্যাপি চলা এই কর্মসুচিতে প্রায় ৮ শতাধিক নারী-পুরষ ও শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০১-১৯