গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ শিবগঞ্জের ২ জন আটক

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোলচত্বর এলাকা থেকে সোমবার ১ হাজার ৫’শ বোতল ফেন্সিডিলসহ ২জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের মৃত রজবুল আলীর ছেলে মশিদুল (২১) ও একই উপজেলার আইড়ামারী এলাকার একবরপুর গ্রামের সামেদ আলীর ছেলে মাসুদ (২০)।
র‌্যাব এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা দুপুরে গোদাগাড়ীর গোলচত্বর এলাকায় নাচোলগামী পাকা রাস্তার পাশে ডাইনপাড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় মশিদুল ও মাসুদকে ১ হাজার ৫’শ বোতল ফেন্সিডিল, ১টি নসিমন, ২টি মোবাইল সেট, ২টি সীমকার্ড,  নগদ-১ হাজার ১’শ ৯৫টাকাসহ হাতেনাতে আটক করা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০১-১৯

,