হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের ধরতে শিবগঞ্জে ১৫ বাড়িতে অভিযান

হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের ধরতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুরে অভিযান চালিয়ে র‌্যাব। তবে সেখান থেকে শীর্ষস্থানীয় কাউকে আটক করতে না পারলেও সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, শিবনারায়ণপুরে হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের একাধিক সদস্য অবস্থান করছে এমন খবর পেয়ে রাত থেকেই পুরো এলাকা ঘিরে রাখে র‌্যাব। পরে ভোরে বাড়ি বাড়ি তল্লাশী চালানো হয়। সন্দেহভাজন ১৫-র অধিক বাড়িতে অভিযান চালানো হয়। তবে শীর্ষস্থানীয় কাউকে আটক করা যায়নি। এমনকি ওই সব বাড়ি থেকে অস্ত্র-গোলাবারুদও পায়নি র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পালিয়ে গেছে বলে দাবি করেন ওই র‌্যাব কর্মকর্তা।
অভিযানে মনিরুল ইসলাম (৩৫) নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। তিনি শিবনরায়ণপুরের কফিল উদ্দীনের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সকাল সাড়ে ৮ টার দিকে প্রেস ব্রিফিং করে অভিযান শেষ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০১-১৯

,