গোমস্তাপুরে নাইট শো মিনি টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল মাদ্রাসায় নাইট শো মিনি টুর্ণামেন্ট ফাইনাল খেলা বুধাবর রাত ৯টায় নিমতলা কাঠাল দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুর রহমান বশির। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ন্যানোভা কর্পোরেশনে প্রেসিন্ডেন ড. আফজাল হোসেন। বিশেস অতিথি গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক অশোক কুমার দাস, নিলয় মটরস্ লিমিটেড রাজশাহী রিজিওনাল ম্যানেজার পার্থ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান মতি, গণি হামিদ চৌধরী, ইউপি সদস্য নিজামউদ্দীন, উপ-সহকারী প্রকোশলী নেসকো লিমিটেড গোমস্তাপুর জোন নাজমুল হাসান প্রমূখ। খেলায় নিমতলা যুব কল্যাণ ক্রিকেট সংঘ ১০ ওভারে ১২৬ রান করে ও আনসিক ক্রিকেট কাব ১০ ওভারে ৬০ রান পরাজিত হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নিমতলা যুব কল্যাণ ক্রিকেট সংঘের সানাউল্লাহ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে বিশ হাজার টাকার প্রাইজ মানি ও চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ দলেকে দশ হাজার টাকা প্রাইজ মানি, ট্রফি প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৩-১২-১৮
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৩-১২-১৮