৩টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে চাঁপাইনবাবগঞ্জ জলো প্রশাসক সম্মলেন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান এক প্রেস নোটে জানান, চাঁপাইনবাবগঞ্জজেলা প্রশাসক এ জেড এম নূরুল হক’র সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার ৩টি নির্বাচনী এলাকার ১১ জন প্রার্থী ও ২ জন নির্বাচনী এজেন্ট উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য জেলা প্রশাসক সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টগণ আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১২-১৮
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান এক প্রেস নোটে জানান, চাঁপাইনবাবগঞ্জজেলা প্রশাসক এ জেড এম নূরুল হক’র সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার ৩টি নির্বাচনী এলাকার ১১ জন প্রার্থী ও ২ জন নির্বাচনী এজেন্ট উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য জেলা প্রশাসক সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টগণ আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১২-১৮