শিবগঞ্জে বিভিন্ন মামলার পলাতক আসামীসহ ১১জন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের শ্রমিকলীগের সভাপতি সাদিকুর রহমান মাস্টারকে কুপিয়ে জখমের মামলাসহ ১১ জন আসামীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিভিন্ন স্থানে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ১১জন আসামীকে গ্রেফতার করে। তার মধ্যে সোনামসজিদ স্থল বন্দরের শ্রমিক লীগ সমন্বয় কমিটির সভাপতি সাদিকুর রহমান মাস্টারেক কুপিয়ে গুরুতর জখম করা মামলার তিন জন আসামী রয়েছে। তারা হলো শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী পূর্বপাড়া গ্রামের ইলিয়াস শেখের আলির জমির উদ্দিন জুম্মা (৬০) একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আলম(৪৬) এবং দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের আবুল কালামের ছেলে এহিয়া হক(৪৪)।
এ তিনজনকে শনিবার সন্ধ্যায় সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্ট হতে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া অন্যান্য মামলার আরো ৮জন পলাতক আসামীকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৩-১২-১৮
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিভিন্ন স্থানে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ১১জন আসামীকে গ্রেফতার করে। তার মধ্যে সোনামসজিদ স্থল বন্দরের শ্রমিক লীগ সমন্বয় কমিটির সভাপতি সাদিকুর রহমান মাস্টারেক কুপিয়ে গুরুতর জখম করা মামলার তিন জন আসামী রয়েছে। তারা হলো শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী পূর্বপাড়া গ্রামের ইলিয়াস শেখের আলির জমির উদ্দিন জুম্মা (৬০) একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আলম(৪৬) এবং দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের আবুল কালামের ছেলে এহিয়া হক(৪৪)।
এ তিনজনকে শনিবার সন্ধ্যায় সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্ট হতে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া অন্যান্য মামলার আরো ৮জন পলাতক আসামীকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৩-১২-১৮