শঙ্কা থাকলেও নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত জেলা প্রশাসন
চাঁপাইনবাবগঞ্জে কিছু শঙ্কা থাকলে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ এম জেড নূরুল হক। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা আচরণবিধি মানছেন কি-না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিভিন্নপ্রার্থীর কাছ থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেনসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১২-১৮
জেলা প্রশাসক বলেন, এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা আচরণবিধি মানছেন কি-না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিভিন্নপ্রার্থীর কাছ থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেনসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১২-১৮