র‌্যাবের ২দিনের মাদক বিরোধী অভিযানে ৩৬ জন আটক

চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেব রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মাদক স্পটে ২৩ জন মাদকসেবী ও মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব।
আটককৃতরা আসামীরা হচ্ছে ১। মোঃ হাবিবুর (৩০), পিতা-মৃত সফুর, সাং-সোনামসজিদ, ২। মোঃ আনারুল (৪৮), পিতা-মোঃ সামসুদ্দিন, সাং-ভবানীপুর, ৩। মোঃ মানিক (৩৫), পিতা-মোঃ আঃ খালেক, সাং-কানসাট, ত্রয়ের থানা-শিবগঞ্জ, ৪। মোঃ মহব্বত আলী, পিতা-মোঃ আমিনুল ইসলাম, সাং-নয়াগোলা, ৫। মোঃ মামুন (২৫), পিতা-মৃত রহিম, সাং-দুখুরমোড়, ৬। মোঃ বিষু )২২), পিতা-মোঃ মালেক, সাং-শাহীবাগ, ৭। মোঃ সেতাউর (৩৫), পিতা-মোঃ মফিজ উদ্দিন, সাং-রাহীচর, ৮। মোঃ হুমায়ুন কবির (৫০), পিতা-মৃত মহির উদ্দিন, সাং-আরামবাগ, সর্ব থানা-সদর, ৯। মোঃ আজিজুল (৪৮), পিতা-মৃত নওশাদ, সাং-বালিয়াদিঘী কলোনীপাড়া, ১০। মোঃ কামরুল (২৫), পিতা-মোঃ জামসেদ আলী, সাং-রানীহাটি, ১১। মোঃ মতিউর রহমান (৩৫), পিতা-মৃত ঝাটু শেখ, সাং-বালিয়াদিঘী কলোনীপাড়া, ত্রয়ের থানা-শিবগঞ্জ, ১২। সঞ্জীত মন্ডল (৩০), পিতা-বগুনাথ মন্ডল, সাং-বারঘরিয়া মন্ডলপাড়া, ১৩। মোঃ আজহার (৫০), পিতা-মোঃ ইয়ার উদ্দিন, সাং-চাঁদলাই, ১৪। মোঃ বারিউল (২১), পিতা-মৃত তরিকুল, সাং-কল্যানপুর, ১৫। মোঃ বাইরুল (২৫), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-কালীগঞ্জ, ১৬। মোঃ তরিকুল (৩৫), পিতা-মোঃ এনামুল হক, সাং-শিবতলা, ১৭। মোঃ মিরাজুল (৪৫), পিতা-মৃত ঝরু খান, সাং-বারঘরিয়া, সর্ব থানা-সদর, ১৮। মোঃ সেনাউল (৩৫), পিতা-মোঃ আফছার আলী, সাং-বালিয়াদিঘী, ১৯। মোঃ আঃ সালাম (৩৫), পিতা-মোঃ সহবুর, সাং-ছোট হাজীনগর কামারটোলা, উভয় থানা-শিবগঞ্জ, ২০। মোঃ রজিদুল (২৮), পিতা-মোঃ রমজান আলী, সাং-বালুবাগান, ২১। মোঃ এনামুল হক (৩৫), পিতা-মৃত কিয়ামত আলী, সাং-বেলীপুকুর, ২২। মোঃ পিয়াস (১৯), পিতা-মোঃ মহবুল, সাং-রামচন্দ্রপুরহাট, ২৩। মোঃ বাবু (২৫), পিতা-মৃত সাইফুদ্দিন, সাং-শাহীবাগ।
র‌্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় মাদক সেবন ও বিক্রির দায়ে ২৩ জনকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপার্দ করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুইয়া বিভিন্ন দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে ১নং আসামীকে ০২ মাসের, ২নং থেকে ৬নং পর্যন্ত ০৫ জন আসামীকে ১ মাসের, ৭ নং আসামীকে ২০ দিনের, ৮ নং থেকে ১০নং পর্যন্ত ০৩ জন আসামীকে ১৫ দিনের, ১১ নং থেকে ১৭ নং পর্যন্ত ০৭ জন আসামীকে ১০ দিনের,  ১৮ নং থেকে ১৯ নং পর্যন্ত ২ জন আসামীকে ৭ দিনের, ২০ নং আসামীকে ১দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। ২১ নং আসামীকে ৫ হাজার টাকা, ২২ নং আসামীকে ৪ হাজার টাকা, ২৩ নং আসামীকে ২ হাজার টাকা জরিমান করা হয়। অভিযান কালে গাঁজা-০১ কেজি, চেলাই মদ-৩৫০০০ লিটার, এ্যাম্পল-১৭ টি, গাঁজা কলকি-১৫ টি, গ্যাস লাইটার-১৯ টি উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
এদিকে শনিবার র‌্যাবের আরেকটি অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মাদক স্পট থেকে ১২ জন মাদকসেবী ও মাদক ব্যাবসায়ীকে আটক করে।
আটককৃতরা আসামীরা হচ্ছে ১। মোঃ মিজানুর রহমান (২৩), পিতা-মোঃ তাজিমুল, সাং-হুজরাপুর, ২। মোঃ সোহাগ (২০), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-আজাইপুর, ৩। মোঃ হাকিম (২৬), পিতা-মৃত মোমিন, সাং-টিকরামপুর নামোপাড়া, ৪। জিয়ারুল (৫০), পিতা-মৃত ধলু রহমান, সাং-রামকৃষ্টপুর, ৫। মোঃ হুমায়ুন কবির (২২), পিতা-মোঃ সুমন আলী, সাং-কালুপুর হাজীরমোড়, ৬। মোঃ তৌফিক পারভেজ (২৬), পিতা-মৃত মতিউর রহমান, সাং-কালুপুর গুচ্ছগ্রাম, ৭। মোঃ আসমাউল (৩৮), পিতা-মৃত আঃ সাত্তার, সাং-কালুপুর, সর্ব থানা-সদর, ৮। শহিদুল (৩০), পিতা-আরজেমান আলী, সাং-লাওঘাট্টা, ৯। মাকসুমুল (২৮), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-লাউঘাট্টা, ১০। রনি (২৫), পিতা-মোঃ ইমরুল, সাং-চককীর্তি, ত্রয়ের থানা-শিবগঞ্জ, ১১। মোঃ নয়ন আলী (২০), পিতা-মোঃ রমজান আলী, সাং-শ্রীরামপুর, থানা-নাচোল, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ১২। মোঃ সোহেল রানা (৩৫), পিতা-মৃত তাহের উদ্দিন, সাং-কাশিমপুর।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে আদালত ১নং থেকে ২নং পর্যন্ত ০২ জন আসামীকে ২ মাসের, ৩নং থেকে ১০ নং পর্যন্ত ০৮ জন আসামীকে ১ মাসের, ১১ নং আসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১২ নং  আসামীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১১-১৮