সরকারী কলেজে মাদক বিরোধী আলোচনা সভা
মাদক বিরোধী আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার দুপুরে নবাবগঞ্জ সরকারী কলেজের এন.এম খান অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দাউদ হোসেন, সিভিল সার্জন এস.এফ.এম খায়রুল আতাতুর্ক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান খান। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু, অব. সরকারী কলেজ শিক্ষক মো. শাহআলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলমসহ, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষার্থী স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হয়ে তরুণসমাজসহ দেশ তথা জেলাকে রক্ষায় এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-১৮
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-১৮