ক্ষমতায় যুদ্ধাপরাধীরা, না মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তা জনতাকেই সিদ্ধান্ত নিতে হবে .... এ্যাড. মুজিবুল হক
এদেশে ক্ষমতায় যুদ্ধাপরাধীরা থাকবে, না মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি থাকবে, সেটা আগামী নির্বাচনে অবশ্যই সবাইকে ভাবতে হবে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে রবিবার বিকালে জাসদের জনসভায় জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাড. মুজিবুল হক বকু জনতার উদ্যোশ্যে এ আহ্বান জানান।
জনসভায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া, বিএনপি জামায়াত একই সূত্রে গাঁথা,আর তাই এদেশ থেকে যুদ্ধাপরাধীদের এ শক্তিকে বিতারিত করতে হবে। আগামী নির্বাচনে আপনারা মহাজোটের হাতকে আরো শক্তিশালী করার মাধ্যমে যুদ্ধাপরাধী এ শক্তিকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ হন।
জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ আবু বাক্কারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চুন্নু, কেন্দ্রীয় সদস্য মনির হোসেন মজুমদার, কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান মনির, নারীজোটের আহ্বায়ক তৌহিদা খাতুন কমলা, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১০-১৮
জনসভায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া, বিএনপি জামায়াত একই সূত্রে গাঁথা,আর তাই এদেশ থেকে যুদ্ধাপরাধীদের এ শক্তিকে বিতারিত করতে হবে। আগামী নির্বাচনে আপনারা মহাজোটের হাতকে আরো শক্তিশালী করার মাধ্যমে যুদ্ধাপরাধী এ শক্তিকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ হন।
জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ আবু বাক্কারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চুন্নু, কেন্দ্রীয় সদস্য মনির হোসেন মজুমদার, কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান মনির, নারীজোটের আহ্বায়ক তৌহিদা খাতুন কমলা, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১০-১৮