এবার ‘রানী মা’ ইলামিত্রের জন্মবার্ষিকী পালন হবে জেলা প্রশাসনের উদ্যোগে

আগামী ১৮ অক্টোবর প্রথম বারের মত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নাচোলের তেভাগা আন্দোলনের নেত্রী রানী ইলা মিত্রের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, মার্জিনা হক, মুক্তিযোদ্ধা অধ্যাপক ইব্রাহীম, মনিম উদ দৌলা চৌধূরী, ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান চন্দ্র সিং, আদিবাসী নেত্রী বিচিত্রা তিরকী। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. খায়রুল আতাতুর্ক, চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধিনায়ক, ৫৯ বিজিবি’র অধিনায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, এন.এস.আই’র উপ-পরিচালক আলহাজ্ব মো. শামসুজ্জোহা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আগামী ১৮ অক্টোবর ৯৩তম জন্মাবার্ষিকীতে র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ, আলোচনা সভা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইলা মিত্রের জীবনী ও কর্মকান্ড নিয়ে ভিডিও চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচীগুলো ইলা মিত্রের স্মৃতি বিজড়িত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটস্থ তাঁর শশুরালয় ও নাচোলে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১০-১৮

,