বাল্যবিয়ে নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

শিশু অধিকার সপ্তাহের কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ দিবসে মানববন্ধন ও শিশু সমাবেশ হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের মুজিব চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সমাজের নানান শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপি মানবন্ধন চলাকারে অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে করনীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মাসরুবা ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আফরোজ ভূইয়া, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান  এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, আফসানা বেগম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও শিশু একাডেমি আয়োজিত সমাবেশে শিশুদের অধিকার সংরক্ষণে অভিভাবকসহ সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
পরে শিশু কন্যা দিবস উপলক্ষে নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু কন্যাদের জন্য দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা এবং আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
গোমস্তাপুর 

আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরেও বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে রহনপুর পৌর এলাকার কলোনী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ঘন্টাব্যাপি মানব্বন্ধন চলাকারে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, সহকারী জহুরুল ইসলাম প্রমূখ।

ভোলাহাট 
 আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা পরিষদ দক্ষিণ গেট থেকে উত্তর গেট পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক, মহিলা বিষয়ক দপ্তরের কর্মচারী আঞ্জুমানারা বেগম, প্রশিক্ষক নিলুফার ইয়াসমিন।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১০-১৮

, ,