হরিমোহন স্কুল মাঠে ৩ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক।
সনাকের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম রেজা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, সিভিল সার্জন ডাঃ সায়ফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সনাক সদস্য সেলিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, টিআইবি’র এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫০টি স্টল রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১০-১৮