নৌকার মনোয়ন প্রত্যাশায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সৈকত জোয়ার্দ্দার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশায় ব্যাপক গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রনেতা সৈকত জোয়ার্দ্দার। এরই মধ্যে তিন উপজেলার পথে প্রান্তরে ঘুরে গণসংযোগ চালিয়ে মানুষের মাঝে আলোচনায় এসেছেন তিনি। আশা করছেন, তেভাগা আন্দোলনের সংগ্রামী নেত্রী রানী ইলা মিত্রের স্মৃতিবিজড়িত নাচোল উপজেলা থেকে আওয়ামী লীগ এবার তাকে মনোনয়ন দেবে নৌকার কা-ারী হিসেবে।
বৃহস্পতিবার যুবনেতা সৈকত জোয়ার্দ্দার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট দেয়ার আহবান জানান।
গণসংযোগকালে নৌকার মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক সৈকত জোয়ার্দ্দার জানান, তার জন্ম নাচোল উপজেলার সদর ইউনিয়নের ভাতসা গ্রামের আওয়ামী পরিবারে। পারিবারিক সূত্র ধরেই তার রাজনীতিতে প্রবেশ। ছাত্র জীবনে রাজশাহী নগরীর শাহমখদুম কলেজে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৮২ সালে কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এরপর রাজশাহী কলেজ; সেখানেও সভাপতির দায়িত্ব পালন করেন। রাজশাহী মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন প্রায় ৩ বছর। স্বৌরাচার বিরোধী আন্দোলনসহ ওয়ান ইলেভেনের সময় ব্যাপক ভুমিকা রাখেন তিনি।
তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল গোমস্তাপুর এলাকার আদিবাসী ও সাধারণ মানুষের কল্যাণে ব্যাপক ভুমিকা রাখার পাশাপাশি নাচোলে বাতিল হয়ে যাওয়া এসএসসি পরীক্ষা কেন্দ্র ফিরিয়ে আনতে ভুমিকা রাখেন। সরকারের ভূমি রক্ষার্থেও কাজ করেছেন উল্লেখ করে  চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন পাবার ব্যাপারে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেন।
‘সাধারণ মানুষ এ আসনে আওয়ামী লীগে নেতৃত্বের পরিবর্তন চাচ্ছেন। সে কারণেই তিনি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন।’ বলেও উল্লেখ করেন তিনি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-১৮