নাচোলে রানী ইলামিত্রের ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আলোচনাসভা ও কাঙ্গালি ভোজের মধ্য দিয়ে তেভাগা আন্দোলনের নেত্রী রানী ইলামিত্রের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকালে নেজামপুর ইউনিয়নের ইলা মিত্র স্মৃতি সৌধ কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
নাচোলে ইলামিত্র সংসদের আয়োজনে সংসদের সভাপতি শ্রী বিধান সিং এর সভাপতিত্বে তেভাগা আন্দোলনের নেত্রী রানী ইলা মিত্রের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আল্লামা আকবর, উপজেলা যুবলীগের সভাপতি হারুন আর রশিদ, নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ।
বক্তারা নাচোলে রানী ইলামিত্রের আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে সাধারন মানুষের কাছে তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক নাচোল/ ১৩-১০-১৮

,