শিবগঞ্জে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টে বঙ্গবন্ধু ক্রীড়া চক্র দল চ্যাম্পিয়ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ফুটবল মাঠে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বিনোদপুর চাঁদশিকারী যুব সংঘের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন। ফাইনাল খেলায় মাইনুল হাবিব মাষ্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক সাবিরুদ্দিন , উপজেলা কৃষকলীগের সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান হিটুল, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম রনিসহ অন্যরা। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। ফাইনার খেলায় বঙ্গবন্ধু ক্রিড়া চক্র বনাম মোবারকপুর ফুটবল একাদশ দল অংশ নেয়। খেলায় মোবারকপুর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বঙ্গবন্ধু ক্রীড়া চক্র দল। শেষে চ্যাপিয়ন দলের মাঝে ৫০ হাজার টাকা ও রানার আপ দলের মাঝে ২০ হাজার টাকা প্রদান করেন অতিথিরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৩-১০-১৮
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৩-১০-১৮