জেলায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিশু পরিবার কেন্দ্র সপ্তাহের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলে সিভিল সার্জন অফিসের উদ্যোগে শহরের সরকারি শিশু পরিবারে এক আলোচনা সভার আয়োজন করে।
এবছর চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ৫ থেকে ১৬ বছর বয়সী ৪ লাখ ৩৭ হাজার ৪৭৯ টি শিশুকে কৃমি ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।
ভোলাহাট 

দিবসটি উপলেক্ষে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার খালেক আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমির ট্যাবলেট খাইয়ে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম কবিরসহ স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষাকাগণ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১০-১৮

,