শিবগঞ্জের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে উর্দ্ধমূখী সম্প্রসারণের আওতায় চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এক কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম রাব্বানী।
এ উপলক্ষে বিদ্যালয় মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ইনসার আলীর সভাপতিত্বে অন্যদের প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের উপ-সহকারী প্রকৌশলী আনসার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমল হক বাদশা, সোনামসজিদ বন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক সেনাউল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম চৌধুরী ডিউক, প্রধান শিক্ষক শরিফুল ইসলামসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ১৫-০৯-১৮

,