ভোলাহাটে অস্ত্রসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট  থেকে একটি বিদেশী পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যাক্তি হচ্ছে ভোলাহাটের ঝউবোনা গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাহাদত হোসেন (২০)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভোলাহাট জামবাড়ীয়া ইউনিয়ন হতে দলদলি ইউনিয়ন গামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে জনৈক কামরেজের ডীপের পার্শ্বে  অভিযান চালায়। এ সময় একটি বিদেশী পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ শাহাদতকে হাতেনাতে আটক করা হয়।
র‌্যাব আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় ভোলাহাট থানায় একটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৯-১৮

,