শিবগঞ্জে এনএইচডি প্রকল্পের প্রশিণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের ৩য় ফেইজের ডাটা কালেকশন ইউসিসি ও জোনাল অফিসারদের নিয়ে ৩দিন ব্যাপি প্রশিণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিণ কর্মসুচির উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম রাব্বানী।
প্রশিণে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকল্পের উপ-পরিচালক সাহাবুদ্দীন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শামসুর রহমান বাবুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় হাউজ হোল্ড ডাটাবেজ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ৩য় ফেইজের ডাটা কালেকশনের জন্য দিক নির্দেশনামুলক বক্তব্য দেন বক্তারা। কর্মসুচিতে ২৯ জন ইউসিসি ও জোনাল অফিসার প্রশিণে অংশ নেয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ১৫-০৯-১৮

,