কৃষ্ণগোবিন্দপুর কলেজে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর কলেজে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থার উদ্যোগে চক্ষু শিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক।  এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, স্থানীয় সমাজ সেবক আনোয়ারুল আজিম, সমাজ সেবক আমিনুল ইসলাম, ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম।
শিবিরে মোট ৬ জন চিকিৎসক প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়। এছাড়া চক্ষু ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য গাউসুল আজম ডিএনএসডি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, কয়েকবছর থেকে প্রতি বছরই এই বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে আসছে স্থানীয় সমাজসেবকদের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংস্থাটি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৯-১৮