সোয়া এক কেজি হেরোইনসহ র‌্যাবে হাতে ধরা পড়ল চরবাগডাঙ্গার জাহিদ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খড়িবোনা রোডপাড়া এলাকা থেকে র‌্যাব শনিবার সোয়া এক কেজি হেরোইনসহ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের জাহিদ (২৭) কে আটক করেছে। আটক জাহিদ আশরাফুলের ছেলে। র‌্যাবের দাবি সে শীর্ষ মাদক ব্যবসায়ী।
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জনতার হাট থেকে মাদ্রাসাগামী সড়কের খড়িবোনা রোডপাড়া গ্রামের জনৈক জিল্লার রহমানের বাড়ির পাশের বাঁশ ঝাড়ের পাশে অভিযান চালায়। এসময় হেরোইনসহ জাহিদকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে একটি মোবাইল ফোন ও দু’টি সীম কার্ডও জব্দ করা হয়।
কোম্পানী কমান্ডার বলেন, ‘জাহিদ বাঁশ ঝাড়ের নিচে হেরোইন বিক্রির জন্য অবস্থান করছিল। সে শীর্ষ মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে আসছিল’।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ হেরোইন ব্যবসার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৯-১৮