আগামী ২৯ সেপ্টেম্বর ডা. মেসবাহুল হক স্টেডিয়ামে উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে

আগামী ২৯ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দেশ সেরা শিল্পীদের নিয়ে চাপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে “উন্নয়ন কনসার্ট। চাঁপাইনবাবগঞ্জের ডা.আ.আ.ম. মেসবাহুল হক স্টেডিয়ামে উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন কনসার্ট বিষয়ক মতবিনিময় সভা স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসালাম। অন্যদের মধ্যে মুক্ত আলোচনা অংশ নেন জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম উদ দৌলা চৌধুরী প্রমূখ। প্রক্টেরের মাধ্যমে কনসার্ট বিষয়ক তথ্য উপস্থাপন করেন সবুজ বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক মীর শিবলী আহমেদ। মতবিনিময়  সভায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্র লেখা নাজনীন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের সহযোগিতায়  ও সবুজ বাংলাদেশের ব্যবস্থাপনায় এ কনসার্টের আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সভায় জানানো হয়, কনসার্টে গান পরিবেশনা করবেন মমতাজ ও ব্যান্ড দল জলের গান সহ দেশ সেরা সব শিল্পীবৃন্দ। দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনা ছাড়াও থাকবে আকর্ষণীয় লেজার শো ও আতশবাজি। উপস্থাপনায় থাকবেন রাফসান সাবাব খান ও অভিনেত্রী তানিয়া হোসেন। উন্নয়ন কনসার্টের মিডিয়া পার্টনার দেশ টিভির মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।

  



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৯-১৮