থানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষে জরিপ কমিটির সভা অনুষ্ঠিত

থানা শুমারীতে তথ্য দিন উন্নয়নে অংশ নিন এই  স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপাজেলা পর্যায়ে উপজেলা শুমারি/ জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হলরুমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা  আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় স্¦াগত বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মাহমুদা খাতুন । সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শুমারি কমিটির উপদেষ্টা সদর উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান, সদর উপজেলার  ঝিলিম ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান টিপু প্রমুখ।
সভায় পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিসংখ্যান আইন ২০১৩ এর আলোকে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পে আসন্ন খানা  শুমারীতে দেশের ধনী-গরীব নির্বিশেষে সকল খানার আর্থ-সামাজিক ও জনতাত্বিক তথ্য সম্বলিত একটি সমৃদ্ধ তথ্য ভান্ডার গড়ে তোলার লে সরকার শুমারী শুরু করতে যাচ্ছে। আর মহতি উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতাসহ প্রচার-প্রচারনার মাধ্যমে শুমারী সফলভাবে সম্পন্ন করতে হবে।
পরে তথ্য অধিকার আইন ২০০৯ এর উপর অনলাইন প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৯-১৮