রামচন্দ্রপুর হাটে নানার বাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু মাশরুফা
মাশরুফার পরিবার ও পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর সকাল ১০টার দিকে নানা বাড়ি থেকে নিখোঁজ হয় মাশরুফা। ২৫ অক্টোবর সকাল ৬ টার দিকে নানা বাড়ির পাশেই শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। সকাল ৯ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় শিশুটির হাতে, পায়ে, কোমরে, বুকে ও মুখে আঘাতের ও বাঁধনের চিহ্ন দেখা গেছে। তার কানে থাকা স্বর্ণালংকারটিও পাওয়া যায়নি।
শিশু মাশরুফার মা ইতি (২২), মামা ইসমাইল (২৭) ও সদর থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, কয়েকদিন আগে মায়ের সঙ্গে মাশরুফা নানা জিয়াউর রহমান ওরফে ফেন্সি মোড়লের বাড়ি বেড়াতে এসেছিল। হটাৎ নিখোঁজ হয়ে গেলে পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে ওই দিন রাতে সদর থানায় জিডি করা হয়।
পরের দিন নানা বাড়ির পাশ থেকেই উদ্ধার হয় মাশরুফার লাশ।
সদর থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৯-১৮