জেলায় ১৩২ টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে
আসন্ন শারদীয় দূর্গাপূজা এ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৩২ টি পূজামন্ডপে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা, থানা ও পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার ৫টি থানার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও থানা অফিসার ইনচার্জগণ।
সভায়, সকল মন্ডপের নিরাপত্তা, নিজস্ব স্বেচ্ছাসেবক, মন্ডপের সৌন্দর্য, সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাখে প্রতি পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আগামী দুর্গপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলকে অনুরোধ করেন পুলিশ সুপার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৯-১৮
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা, থানা ও পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার ৫টি থানার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও থানা অফিসার ইনচার্জগণ।
সভায়, সকল মন্ডপের নিরাপত্তা, নিজস্ব স্বেচ্ছাসেবক, মন্ডপের সৌন্দর্য, সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাখে প্রতি পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আগামী দুর্গপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলকে অনুরোধ করেন পুলিশ সুপার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৯-১৮