শিবগঞ্জে বিজিবি ও পুলিশের দু’টি পৃথক অভিযানে ফেন্সিডিলসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও পুলিশের দু’টি পৃথক অভিযানে ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাধারীটোলা গ্রামের বাবুল আলীর ছেলে রাজু(২২)।
শনিবার শিবগঞ্জ উপজেলা ঘোড়াতলা মধ্যবিনোদপুর এলাকায় একটি নসিমন গাড়ী তল্লাশী করে ৩০৯ বোতল ফেন্সিডিল জব্দ করে বিজিবি।   চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধিনায়ক সাজ্জাদ সরোয়ার পিএসসি এক প্রেস নোটে জানান, বিকালে মনাকষা বিওপির একটি টহল দল সুবেদার কাজী আব্দুল মতিনের নেতৃত্বে উপজেলার ঘোড়াতলা মধ্যবিনোদপুর একটি নসিমন গাড়ীর তল্লাশীর করে। পরে ৩০৯ বোতল ফেন্সিডিল উদ্বার করা হয়। এ সময় গাড়ী চালক দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং নসিমন গাড়ীটি শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
এদিকে দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার বেকির মোড় এলাকা থেকে ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি সিকদার মো. মশিউর রহমান জানান, এসআই রনি কুমার দাসের নেতৃত্বে এএসআই শামসুল ও এরসাদসহ পুলিশের একটি দল  বেকির মোড় এলাকা হতে রাজুকে তল্লাশী করে দেহর সাথে ফিটিং করা অবস্থায় রাখা ৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করে। এব্যাপারে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ০৭-০৭-১৮

,