নয়াগোলার সাতনইল এলাকা থেকে দেশী মদসহ ২জন আটক
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা সাতনইল এলাকা থেকে ৯টি বস্তার রাখা ৬শ ৩০ বোতল বাংলা মদসহ ২ জনকে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নয়াগোলা সাতনইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, শহরের হুজরাপুর প্রান্তিক পাড়ার মৃত আবু বাক্কারের পুত্র সেন্টু (২৫) ও আলিনগর ভুত পুকুর এলাকার মৃত মুসার পুত্র মরসালিন (২২)।
সদর ফাঁড়ি ইনচার্জ মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই শহীদ, এএসআই সালাম ও এএসআই আব্দুর রাজ্জাকসহ সঙ্গীয় ফোর্স ভোর সাড়ে ৫টার সময় পৌর এলাকার নয়াগোলা মসাতলাইন মোড়ে অভিযান চালিয়ে ৯টি বস্তায় ৬৩০ বোতল বাংলা মদ ও দুইটি মটর সাইকেলসহ ২জনকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৭-১৮
সদর ফাঁড়ি ইনচার্জ মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই শহীদ, এএসআই সালাম ও এএসআই আব্দুর রাজ্জাকসহ সঙ্গীয় ফোর্স ভোর সাড়ে ৫টার সময় পৌর এলাকার নয়াগোলা মসাতলাইন মোড়ে অভিযান চালিয়ে ৯টি বস্তায় ৬৩০ বোতল বাংলা মদ ও দুইটি মটর সাইকেলসহ ২জনকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৭-১৮