র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ২১ জন আটক

চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে  ২১ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে। এসময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সোমবার র‌্যাবের এক প্রেস নোট গণমাধ্যমের কাছে পাঠানো হয়।
আটককৃতরা হচ্ছে সাবেক লাভাঙ্গা গ্রামের আতাউর রহমানের ছেলে  শহিদুল ইসলাম (২৫), সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মতিজুল ইসলামের ছেলে আব্দুল আহাদ (২৪), শিবগঞ্জের আজগবি গ্রামের সেন্টু বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস (৩৫),   মসজিদপাড়ার কিনু’র ছেলে  মিঠু (৩২), ৫। ইসলামপুর গ্রামের ভোগু বিশ্বাসের ছেলে সাদিকুল ইসলাম (৪০),  মসজিদপাড়া’র  ধুলু ঘরামু’র ছেলে রহমত আলী (৬০), -চৌহদ্দিটোলা গ্রামের মমিন উদ্দিনের ছেলে জাকারিয়া (৩৫),  বিদিরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২১), আলীনগর গ্রামের  মুনসুর আলী’র ছেলে হোসেন আলী (২২), সাহাপাড়া’র  শ্রী দিলীপ রায়ের ছেলে  শ্রী তপেশ রায় (৩০), বেলেপুকুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে  মোহাম্মদ আলী (২৮), গোয়ালবাড়ী শ্রী লছমি চৌধুরী’র ছেলে  শ্রী নিমাই চৌধুরী (৩০),  গোয়ালবাড়ী শ্রী মন্টুলাল ছেলে শ্রী নিমাই (২৪), -রেলবাগান হুজরাপুর রবজলের ছেলে সুবেল (২২), পালশা গ্রামের শ্রী লক্ষণ ঘোষের ছেলে শ্রী সমর ঘোষ (৩০), গোদাগাড়ী’র কাশিমপুর হাউজনগরের আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে রজব আলী (৩৫), ফকিরপাড়ার ইয়াছিনের ছেলে সোহরাব (৬০), মৃধাপাড়া’র  নুর ইসলামের ছেলে  শহিদুল ইসলাম (৪৫), পালশা গ্রামের নজরুলের ছেলে  আশরাফুল (২৫),  হুজরাপুরের গোলাম কিবরিয়া’র ছেলে গোলাম নাদিম অনিক (২৫)। এদিকে শিবগঞ্জে রানীহাটি কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে  ৪৯ বোতল ফেনসিডিল, ৮৫ পিছ ইয়াবাসহ টিপুকে আটক করা হয়।
র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় মাদক সেবন ও বিক্রির দায়ে ২১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অভিযানকালে ৯৫০ গ্রাম গাঁজা আড়াই হাজার লিটার চোলাই মদসহ নেশা জাতীয় ইঞ্জেকশন উদ্ধার করা হয়। যা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৭-১৮