মহানন্দা নদীতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সময় স্কেবেটর ও ট্রাক্টর ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে মঙ্গলবার অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার কাজে ব্যবহার করা একটি মাটি কাটা মেশিন (স্কেলেটর)সহ ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকায় মহানন্দা নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সকালে অভিযান চালায়।
 পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌছলে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মাটি কাটা মেশিন স্কেলেটর ও একটি ট্রাক্টর পুড়িয়ে দেয়া হয় এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়। এসময় স্থানীয় বহু মানুষ জমায়েত হয় মহানন্দা তীরে। পুড়িয়ে দেয়া মেশিনগুলোর আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৭-১৮