মহানন্দা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকঝগড়ু এলাকায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে গেলে এই ঘটনা ঘটে।
নিহত শিশুটি হলো সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তৃসা খাতুন সুইটি (৮)। সুইটি, চকঝগড়ু  প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীর শিার্থী ছিল।
নিহত সুইটি বাবা তরিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে কয়েকজন শিশুর সাথে সুইটি পাশ্ববর্তী মহনন্দা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেখে সে মারা গেছে। সুইটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের হলদারপাড়ার পঞ্চলাল হলদারের ছেলে গোরাঙ্গ হলদার(৫০) বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মারা যায়। গোরাঙ্গ হলদার ভোর ৫টার দিকে বালিগ্রাম কুমিরা বিলে নৌকাতে চড়ে মাছ ধরার সময় বিলের উপর দিয়ে নিয়ে যাওয়া বৈদ্যূতিক তারের সংস্পর্শে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরে তার সঙ্গীরা উদ্ধার করে বাড়ি নিয়ে আসার পর তিনি মারা যান। তিনি একইঘটনায় আরও ২/৩ জন আহত হন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৬-১৮