আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে হবে তিনদিনের আম উৎসব
আগামী ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ৩দিনব্যাপী অনুষ্ঠিতব্য “ চাঁপাই ম্যাংগো ফেস্ট” সফলভাবে সম্পন্ন করার লক্ষে প্রেসব্রিফিং করেছে জেলা প্রশাসন। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ চাঁপাই ম্যাংগো ফেস্ট” প্রচারণাসহ উৎসবে নেয়া বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হায়াত মো. রহমতুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসকাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলি, আম উৎসবের বিভিন্ন দিক জানতে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন, সাংবাদিক একেএস রোকন, এ্যাড. সৈয়দ শাহজামাল, আজিজুর রহমান শিশিরসহ অন্যরা। প্রেসব্রিফিং এ জেলা প্রশাসক বলেন, আগামী ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত শহরের পাশ্ববর্তী বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম নিয়ে আমের উৎসব “চাঁপাই ম্যাংগো ফেস্ট” এর আয়োজন করা হয়েছে। এই উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যকটরা জেলার বিভিন্ন হারিয়ে যাওয়া আমসহ সুমিষ্ট ও বাহারী আম প্রদর্শন ও ক্রয় করতে পারবে। এছাড়া আমের বাগান পরিদর্শন ও আম ক্রয় করতে পারবে। ফলে চাঁপাইনবাবগঞ্জের আম সম্পর্কে দেশের এবং বিদেশের মানুষের চাহিদা আরও বাড়বে। চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানী করে আরও বেশী অর্থ আহরণ করা সম্ভব হবে। “চাঁপাই ম্যাংগো ফেস্ট” সফল করার জন্য মিডিয়াকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৬-১৮