শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রটি উল্টে প্রাণগেল একজনের

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড় এলাকায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একযুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম ওমর ফারুক (৪৫)। সে কানসাট কলাবাড়ির জসিম উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই জুলহাস মৃধা জানান, রোববার দুপুরে ফারুক রাজমিস্ত্রি কাজ শেষ করে ট্রলিযোগে বাড়ি ফিরছিলেন। পথে পাইলিং মোড়ে পৌঁছলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ফারুক। এঘটনায় আজিজ নামে এক রাজমিস্ত্রি আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২০-০৫-১৮

,