নাচোলে গাঁজাসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৪ পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক নাচোল পৌর এলাকার সুখান দিঘি মহল্লার বজলুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম টিটো(২৮)
 নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় সুখান দিঘী গোরস্থানের পাশ ধেকে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ জাহাঙ্গীর আলম টিটোকে আটক করে। এসময় তার দেহ তরøাশি করে ২৪ পিছ ইয়াবা জব্দ করে। শুক্রবার আটক যুবককে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক নাচোল/ ১৮-০৫-১৮

,