শিবগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুর থেকে র‌্যাব ১ হাজার ৩৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তির নাম রেজাউল করিম। সে শিবগঞ্জের বাবুপুর চালকিপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে।
র‌্যাব জানায়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাবুপুর সংলগ্ন আমবাগানে অভিযান চালায়। এসময় রেজাউলকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
র‌্যাব জানায়, আটক রেজাউল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৫-১৮

,