হৃদরোগে আক্রান্ত ভারতী রাণী বাঁচাতে চাই
হৃদরোগে
আক্রান্ত
ভারতী রাণী বাঁচতে চাই। শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলীর ফড়িং রবিদাসের স্ত্রী। তার স্বামী একজন মুচির কাজ করেন। তাদের মাত্র ১ কাঠা বসতভিটা ছিল, সেটাও চিকিৎসার জন্য বিক্রি করতে হয়েছে। ভারতী রাণীকে বাঁচতে হলে অনেক টাকা খরচ করতে হবে এমনটায় জানিয়েছেন চিকিৎসক। কিন্তু তাদের পরিবারের কোন অর্থ নেই। বর্তমানে একেবারে নি:স্ব হয়ে পড়েছেন।
রাজশাহীর হার্ট বিশেষজ্ঞ ডা: ফকরুল আলম উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এতে খরচ হবে প্রায় ৪ লাখ টাকা। এমতাবস্থায় ভারতী রাণী সমাজসেবী ও বিত্তবানদের নিকট সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। যার অগ্রণী ব্যাংক শিবগঞ্জ শাখার হিসাব নং-০২০০০০৯৫৯৯৪২২।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৪-০৫-১৮